বিএনপির ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

0
194

খবর ৭১: রাজধানীর বনানী ক্লাব থেকে আটক বিএনপির ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

পুলিশের দাবি, ক্লাবে গোপন বৈঠকে মিলিত হয়ে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছিলেন তারা।

সোমবার (২০ মার্চ) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বনানী ক্লাব থেকে আটক ৫৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

এর আগে রোববার (১৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বনানী ক্লাব থেকে তাদের আটক করা হয় বলে বনানী থানা সূত্রে জানা গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ওই অভিযানে বনানী থানা পুলিশও অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here