বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

0
178

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ঝালকাঠি রাজাপুরে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠনে এ তহবিল থেকে চিকিৎসা সহায়তার হিসেবে ২১ জনকে মোট ৯ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এবং কর্নফুলী গ্যাস ডিষ্ট্্িরবিউশন কোম্পানী লিঃ এর পরিচালক এম. মনিরুজ্জামান মনির প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে অনুদানের এ চেক তুলে দেন। রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং , ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক দুলাল সাহা প্রমুখ বক্তব্য রাখেন। দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনিরুজ্জামান মনির নিজ উদ্যেগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সমাজে পিছিয়ে পরা মানুষের জন্য এই সহায়তার ব্যবস্থা করে আসছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here