বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাকা জেলা আ.লীগের শ্রদ্ধা

0
138

খবর৭১: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষ্যে ঢাকা জেলা আওয়ামী লীগ নেতারা শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করে, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী।

এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপি, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, কাজী সওকাত হোসেন শাহীন, অ্যাডভোকেট সাফিল উদ্দিনসহ জেলা আওয়ামী লীগের বর্তমান ও সাবেক নেতারা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here