দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাহসীকতার সাথে কাজ করছে পুলিশ

0
173

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম(বার) পিপিএম বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী সাহসীকতার সাথে কাজ করছে। অপরাধ কর্মকান্ড নির্মুল করতে পুলিশ বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা দিতে হবে। জাতিরজনক বঙ্গবন্ধুর শান্তির সোনার বাংলা গড়তে পুলিশ বাহিনী বদ্ধ পরিকর। সম্পতি মুক্তিরগাঁও-বাশখলা সংঘর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, গুটি কয়েক লোক গোটা এলাকার মানুষের শান্তি বিনষ্ট করবে, পুলিশ তা হতে দেবে না। এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত সকলকেই আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তিনি হুশিয়ার করে বলেন, জড়িতদের গ্রেফতারের পর কোন বিশেষ পরিচয় নিয়ে তদবির করলে তা মানা হবে না। এখানে হয় পুলিশ থাকবে নতুবা থাকবে অপরাধিরা। বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে থানা পুলিশ কতর্ৃৃক আয়োজিত মতবিনিময় সভায় ডিআইজি এসব কথা বলেন। সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ’র সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিকের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির। বক্তব্য রাখেন, ছাতক উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সৈয়দ আহমদ, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, মুক্তিরগাঁও গ্রামের পক্ষে আব্দুল কাদির প্রমুখ। সভায় সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, পৌর কাউন্সিলর হাজী নাজিমুল হক,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, আলকাছ আলী, আব্দুল মানিক মেম্বার সহ মুক্তিরগাঁও-আটগ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন থানা জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদ আহমদ ও পবিত্র গীতা পাঠ করেন কনষ্টেবল বিজন কুমার দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here