রাজধানীর সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ: নিহত ৩, আহত ৪

0
190

খবর ৭১: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার মিরপুর রোডে একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। বিস্ফোরণে ধসে পড়েছে দেয়াল।

রোববার সকাল পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি জানান, সকাল ১০টা ৫২ মিনিটে ঢাকা কলেজের পাশে ৩ তলা একটি ভবনে এসি বিস্ফোরণে আগুন ধরে যায়। সেইসঙ্গে ভবনের দেয়াল ধসে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

এই বিস্ফোরণের কারণে ওই ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে প্রাথমিকভাবে কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং উদ্ধার অভিযান নির্বিঘ্ন করতে নিউমার্কেট থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ডিএমপির রমনা জোনের ডিসি মো. শহিদুল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here