রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২, পুলিশসহ আহত ৩

0
193

খবর ৭১: রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এসময় পুলিশসহ আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার চালক আকবর হোসেন (৩৫) ও পথচারী হাসান মিয়া (৩২)।

এছাড়া আহতরা হলেন- যাত্রাবাড়ী থানার এসআই হারুন উর রশিদ, এএসআই আবুল বাশার ও পথচারী সোহেল মিয়া। তাদের মধ্যে এএসআই আবুল বাশারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) মো. মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটিতে রাত থেকে পুলিশ ডিউটি করছিল। শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে রায়েরবাগ এলাকায় ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে ছিল সিএনজিটি। এ সময় সিএনজির পেছনে দাঁড়িয়ে ছিলেন চালক আকবর। ওই সময় হঠাৎ করেই দ্রুতগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

এ ঘটনায় চালক আকবর ও পথচারী হাসান ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দায়িত্বরত দুই পুলিশ কর্মকর্তা ছাড়াও এক পথচারী আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। সেই সঙ্গে ময়না তদন্তের জন্য নিহতদের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here