আগুনে সব হারানো মেয়েটির পাশে দাড়ালো উপজেলা প্রশাসন

0
232

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
বিয়ের জন্য চলছিল কেনাকাটা। অল্প অল্প করে আসবাবপত্র কিনে বাসায়
আনা হচ্ছিল। বিয়ের খরচের জন্য জমাও করা হয়েছিল বেশ কিছু টাকা। কিন্তু ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে পড়নের কাপড় ছাড়া
পুড়ে ছাই হয় সবকিছু। এ অবস্থায় মেয়ে চাঁদনীর (২৭) বিয়ে কি আদৌ কি হবে? এ চিন্তা ছিল অসহায় বাবা মায়ের।

অবশেষে আগুনে সব হারানো সেই মেয়ের বিয়ের দায়িত্ব নিল সৈয়দপুর উপজেলা
প্রশাসন। প্রাথমিকভাবে মেয়ে চাদনীর বিয়ের জন্য তার মা ইয়াসমিনের হাতে তুলে দেওয়া হল ৫০ হাজার টাকা। সাথে দেওয়া হলো ২ ব্যান্ডিল ঢেউটিন। আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আগুনে সব হারানো ৫টি
পরিবারকে ২ ব্যান্ডেল করে ঢেউটিন, বইখাতা পুড়ে যাওয়া অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী নওশীন ও ১০ম শেণির ছাত্র তাহাকে বই এবং বিয়ের জন্য নওশীনের পরিবারের হাতে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও অফিসার্স ক্লাব অব সৈয়দপুরের সার্বিক সহযোগিতায় সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান উপস্থিত থেকে ওইসব
সামগ্রী তাঁদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ, কাশিরাম
বেলপুকুর ইউপি চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী, বাঙালিপুর ইউপি চেয়ারম্যান ডা.
শাহজাদা সরকার প্রমুখ।

উল্লেখ্য গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে শহরের মুন্সিপাড়া কর্ণেল তাহের রোড এলাকায় এক অগ্নিকান্ডে ৫ টি পরিবারের সর্বস্ব পুড়ে যায়। এর মধ্যে রংপুর মডেল কলেজে স্নাতক পড়ুয়া ছাত্রী নওশীন আকতারের ঘরের আসবাবপত্র, পড়নের পোশাক ও বইপত্র ও তার বড় বোন চাদনীর বিয়ের জন্য রাখা সবকিছু পুড়ে যায়। ওই অগ্নিকান্ডের খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হলে নজরে আসে ল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হানের। এ প্রসঙ্গে তিনি জানান, বিয়ের যাবতীয় কিছু পুড়ে যাওয়ায় আমরা উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও অফিসার্স ক্লাবের সহযোগিতায় উপজেলা প্রশাসন থেকে ওই মেয়ের বিয়েতে ৫০ হাজার টাকার আর্থিক সহযোগিতা দিয়েছি। দুই শিক্ষার্থীর পুড়ে যাওয়া সব বইপত্র খরিদ করে দেওয়া হয়েছে। তাদের সহযোগিতার জন্য আরও কিছু দেওয়ার চেস্টা করছি আমরা। সেই সাথে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে ২ ব্যান্ডেল করে ঢেউটিনসহ প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর আগে ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষনিকভাবে ঢেউটিন ও কম্বল দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here