হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে প্রাণীসম্পদ ও ডেনরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে শনিবার রেলওয়ে মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী মেলায় খামারে পালিত পশু-পাখি নিয়ে আসেন খামারীরা। দুপুরে মেলার ষ্টল পরিদর্শন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক ্এমপি বলেন, দেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়নে সময়পযোগি পদক্ষেপ গ্রহন করছে সরকার। খামারী ও নতুন-নতুন উদ্যোক্তা তৈরীতে সরকারের পক্ষ থেকে উৎসাহ ও সহযোগিতা করা হচ্ছে। মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা পুরন করতে খামারীরা উল্লেখযোগ্য ভুমিকা রাখছে। এ ক্ষেত্রে উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তরকে আরো সক্রিয় ভুমিকা রাখতে হবে। ইউএনও নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ভেটেরিনারী সার্জন ইমাম আল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পাদ কর্মকর্তা ইব্রাহিম মিয়া। সভা শেষে মেলায় প্রদর্শিত গরু, ছাগল ও পাখি ক্যাটাগরিতে ৯জন খামারীকে পুরস্কৃত করা হয়।