মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে বিদ্যুৎ স্পর্শে হিমেল (২৮) নামের এক রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। এসময় তার আরেক সহকর্মী তৌহিদুল ইসলাম আহত হলে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করেন। শনিবার দুপুরে উপজেলার চানগাও রত্মপুর গ্রামের সাইকুলের বাড়িতে এ ঘটনা ঘটে। হিমেল উপজেলার মদন ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে।
জানা যায়, হিমেল ও তৌহিদ রত্মপুর গ্রামের সাইকুলের বাড়ির ঘরে রং এর কাজ করছিল। এসময় হিমেলের হাতে থাকা মই ঘরের চাদের উপর বিদ্যুতের মূল লাইনে লাগলে বিদ্যুতায়িত হয়ে চাদে তিনি লুঠিয়ে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে তৌহিদ নামে আরেক সহকর্মী আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করে তৌহিদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করেন।
মদন থানার ওসি মোহাম্মদ তৌহিদুর রহমান জনান, শনিবার দুপুরে রত্মপুর গ্রামে হিমেল নামের এক রং মিস্ত্রী বিদ্যুৎ স্পর্শে মারা গেছে। ঘটনা স্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।