রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধি: দশ দফা দাবীতে বিএনপির পদযাত্রার কর্মসূচিকে কেন্দ্র ঝালকাঠিতে পুলিশ-বিএনপির সংঘর্ষে ৬ পুলিশ সদস্য সহ ১০ জন আহত হয়েছে। বিএনপির ১৬ সদস্য আটক।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে দশ দফা দাবীতে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি পদযাত্রা শুরু করে। পদযাত্রাটি কিছু দূর অগ্রসর হলে শহরের মিছিল করার অনুমতি না থাকায় পুলিশ তাতে বাঁধা দেয়। এসময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধস্তাধস্তি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসময় পুলিশ লাঠিচার্জ করলে বিএনপির নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ৬ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির ১৬ জন নেতাকর্মীকে আটক করে।