৫৬ বছর বয়সে সন্তান জন্ম দিয়ে হতবাক অভিনেত্রী!

0
167

খবর৭১: ৫৬ বছর বয়সে সন্তানের জন্ম দিলেন ব্রাজিলের অভিনেত্রী ক্লডিয়া রাইয়া। সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্লডিয়া। এটি তার তৃতীয় সন্তান।

সন্তানধারণের খবর শুনে বেশ হতবাক হয়েছিলেন অভিনেত্রী। সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি সাধারণভাবে সন্তানধারণ করতে অক্ষম ছিলাম। আমার আগের দুই সন্তানও এসেছে আইভিএফ পদ্ধতির মাধ্যমে। যখন আমি তৃতীয় সন্তান হওয়ার কথা জানতে পারি, তত দিনে আমার মনে হয়েছিল আমার ঋতুবন্ধ হয়ে গিয়েছে। ৫৫ বছর বয়সে স্বাভাবিক পদ্ধতিতে সন্তানধারণ করা আমার কাছে সত্যিই বিস্ময়ের।’

চিকিৎসকরা তাকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর পরে প্রথমে তা তিনি বিশ্বাসই করতে পারেননি। তিনি অন্তঃসত্ত্বা কি না, তা বোঝার জন্য রক্ত পরীক্ষা করাতে বলা হলে প্রথমে তা নিয়ে ঠাট্টাতামাশা করতে শুরু করেন অভিনেত্রী। চিকিৎসককে তিনি বলেন, ‘আমার বয়স ৫৫, এই বয়সে কী করে আমি অন্তঃসত্ত্বা হব?’

লুকা ক্লডিয়ার তৃতীয় সন্তানের নাম রেখেছেন লুকা। তবে তৃতীয় স্বামীর সঙ্গে এটিই তার প্রথম সন্তান। ক্লডিয়ার প্রথম সন্তান এনজো, তার বয়স ২৫ বছর আর দ্বিতীয় সন্তান সোফিয়া, তার বয়স ২০।

এক সাক্ষাৎকারে ক্লডিয়া বলেন, ‘অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদটি পেয়ে আমি সৃষ্টিকর্তাকে বলি এই বয়সে আমার সঙ্গে এ কী করলে!’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here