খবর৭১: সিরাজগঞ্জের তাড়াশে দোকানে ঢুকে সাবেক এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আব্দুল কুদ্দুস সরকার (৬০)।
শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল সরকার দেশীগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার তার সার ও কীটনাশকের দোকানে বসেছিলেন। এ সময় ১০-১৫ জনের একটি দল অস্ত্র হাতে দোকানের ভেতরে ঢুকে তাকে গুলি করে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
দুর্বৃত্তরা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা পার্টি) সদস্য বলে জানিয়েছেন কয়েক স্থানীয়। তবে তাৎক্ষণিক এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই বলতে পারছি না। বিস্তারিত পরে জানানো হবে।