সৈয়দপুর প্রতিনিধি :
নীলফামারী সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি) সৈয়দপুর শহরের পার্বতীপুর সড়কের সুলতান নগরের হোটেল ড্রীম প্লাস হোটেল এন্ড রিসোর্টে ওই পুরস্কার বিতরণী ও বনভোজনের আয়োজন করা হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।
ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল ও সাধারণ সম্পাদক মো. আমিরুজ্জামান, সাপ্তাহিক জনসমস্যা সম্পাদক প্রভাষক শওকত হায়াত শাহ্। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৬৪টি ইভেন্টে প্রতিষ্ঠানটির দুই শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানান সাজে সজ্জিত হয়ে “যেমন খুশী তেমন সাজো” প্রতিযোগিতায় অংশ নেয়।
পরে বার্ষিক ক্রীড়া এবং “যেমন খুশী তেমস সাজো” প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন
অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল রায়হান। এ সময় অন্যান্যদের মধ্যে স্কাউটস্ লিডার মো. মোজাহার আলী, আনোয়ার হোসেন, স্কুলের উপাধ্যক্ষ নিঘাত সুলতানা রুমা, সকল শিক্ষক-শিক্ষিকা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আওরঙ্গজেব, সাংবাদিক তোফাজ্জল হোসেন, এম ওমর ফারুক, মিজানুর রহমান মিলন, আমন্ত্রিত অতিথি, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। একই দিন স্কুলের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। গোটা অনুষ্ঠান উপস্থাপনা করেন স্কুলের সহকারী শিক্ষিকা শারমিন আক্তার পলি।