চীনের তাড়া খেয়ে পিছু হটল জাপানের জাহাজ

0
169

খবর৭১ঃ পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপের কাছে অবস্থান নেওয়া কয়েকটি জাপানি জাহাজকে তাড়া দিয়েছে চীনের কোস্টগার্ড। তাদের তাড়া খেয়ে পিছু হটেছে জাহাজগুলো।

সোমবার এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধপূর্ণ এ দ্বীপের মালিকানা দাবি করে থাকে চীন ও জাপান। আর এ বিষয়টি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে বিরূপ প্রভাব রেখেছে। চীন দ্বীপটিকে দিয়াওইউ নামে ডাকে। অপরদিকে জাপানে দ্বীপটি সেনকাকু নামে পরিচিত।

চীনের নৌপুলিশের মুখপাত্র গেন ইউ বলেন, জাপানের ‘সিনসে মারু’ এবং আরও চারটি জাহাজ অবৈধভাবে দিয়াওইউ দ্বীপের কাছে প্রবেশ করে। এর পর সেই জাহাজগুলোকে চীনের কোস্টগার্ড ধাওয়া দিলে সেগুলো পিছু হটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।

নৌপুলিশের মুখপাত্র গেন ইউ আরও বলেন, ‘আমরা জাপানের প্রতি আহ্বান জানাচ্ছি— এ মুহূর্তে এ জলসীমায় সব অবৈধ কার্যক্রম বন্ধ করুন এবং নিশ্চিত করুন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।’

এদিকে বিরোধপূর্ণ এ ছোট দ্বীপগুলো জাপান, চীন এবং তাইওয়ানের মাঝামাঝি অংশে পড়েছে। ভৌগোলিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ হওয়ায় চীন-জাপান দুই দেশই দ্বীপটিকে নিজেদে দাবি করে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here