নাটক ছেড়ে দেওয়া নিয়ে যা বললেন মেহজাবীন

0
206

খবর৭১ঃ হাল সময়ে নাটকের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। তাকে নাটকের রাণী বলা হয়ে থাকে। উৎসব-পার্বণে মেহজাবীনের নাটক আলাদা মাত্রা তৈরি করে। দর্শকদের বিশেষ আনন্দ দেয়।

নাটকের পরিচিতজনেরা সম্প্রতি ওয়েবে ঝুঁকেছেন। সেই তালিকায় নাম লিখিয়েছেন মেহজাবীন চৌধুরীও। এই যেমন আজ মুক্তি পাচ্ছে তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’,।

মেহজাবীনের ভক্ত-দর্শকদের অনেকেই মনে করছেন তিনি নাটক ছেড়ে দিচ্ছেন। তবে মেহজাবীন সেটি মানতে নারাজ। এ প্রসঙ্গে নায়িকার ভাষ্য, ‘আমি নাটকেরই মেয়ে। যারা আমাকে নাটকের রাণী বলে তারা সেটা ভালোবেসে বলে। আর আমি কিন্তু একবারও বলিনি যে নাটক ছেড়ে দিয়েছি। যে জায়গা থেকে আমার উত্থান এবং এত পরিচিতি সে জায়গাকে ছাড়ার কোনো সুযোগ নেই। যেহেতু এখন ওটিটির কাজ করছি তাই হয়তো নাটক করা হচ্ছে না। তাছাড়া মনের মত স্ক্রিপ্ট পেলে আবারও নাটক করবো। আর আমাদের প্রত্যেকেরই তো একটা সময় জায়গা ছাড়তে হবে। এখন নতুন যারা কাজ করছে তাদের অনেকেই ভালো করছে। অনেকে চেষ্টা করছে। তাদের জন্য সবসময় আমার শুভকামনা থাকবে।’

মেহজাবীনের বক্তব্যে স্পষ্ট যে, মনের মতো স্ক্রিপ্ট না পেলে তিনি নাটক করবেন না। তাহলে কী ওয়েবের পর সিনেমায় নাম লেখাবেন তিনি।

মেহজাবিন যেটা বলছেন সেটা এমন, ‘আমরা যারা শিল্পী তাদের কাজ অভিনয় করা, সেটা যেকোন মাধ্যমেই হতে পারে। আমি শুধু কাজটা করে যেতে চাই। ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই কাজ করবো। সেটা টেলিভিশনের জন্য হতে পারে, ওটিটি হতে পারে কিংবা সিনেমাও।’

সিয়াম ও আরেফিন শুভর প্রশংসা করেছেন মেহজাবীন। তিনি বলেছেন, ‘এখন অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে। দর্শকরা হলে আসছে। আরিফিন শুভ ভাইয়ার ‘ব্ল্যাক ওয়ার’ চলছে। তিনি এই ছবিটার জন্য অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। তার এই পরিশ্রমকে সাধুবাদ জানিয়ে হলেও সবার উচিত সিনেমাটা দেখা। এরপর সিয়াম আহমেদের একটা সিনেমা দেখেছি যেটার নাম ‘মৃধা বনাম মৃধা’। এই ছবিতে সিয়াম খুবই চমৎকার অভিনয় করেছেন। এছাড়া প্রত্যেকেই অনেক ভালো করেছেন। ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে এত ভালো ভালো ছবি হচ্ছে, সেগুলো সাপোর্ট পেলে সামনে আরও ভালো ভালো সিনেমা হবে বলে মনে করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here