প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে ছাত্রদলের শ্রদ্ধা

0
334

খবর ৭১:  জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের শ্রদ্ধা নিবেদন করেছে সংগঠনের নেতাকর্মীরা।
রোববার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন।

জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জিয়া পরিবার ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি ড. আসাদুজ্জামান রিপন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল।

আরও ছিলেন বর্তমান কমিটির নেতা তবিবুর রহমান সাগর, আবু আফসান মো: ইয়াহিয়া, খায়রুল আলম সুজন, মো: আসাদুজ্জামান আসাদ, মো. আনোয়ার হোসেন, শাফি ইসলাম, মো. আবু জাফর, মো. আদনান, মো. মোহন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আরিফুল ইসলাম, সাইদুল ইসলামসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এদিকে আজ (রোববার) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here