বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

0
142

খবর ৭১: বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে ডলারের শক্তি কমায় স্বর্ণের দাম বেড়েছে। খবর-সিএনবিসি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

খবরে বলা হয়, স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছে ১৮১৮ ডলার ৪০ সেন্টে।

ডলার সূচক শূন্য দশমিক ২ শতাংশ নিম্নমুখী হওয়ার ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণের দাম সস্তা হয়ে গেছে। অপরদিকে ডলারে বেড়েছে সোনার দাম।

এদিকে চলমান মূল্যস্ফীতিতে লাগাম টানতে ফের কঠোর মুদ্রানীতি গ্রহণ করার আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। একইসঙ্গে সেই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকও (ইসিবি)।

ইডিঅ্যান্ডএফ ম্যান ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ের বার্তা সংস্থাকে বলেন, এখন আপাতত বিনিয়োগকারীরা ফেড ও ইসিবির সিদ্ধান্তের দিকে নজর রাখছেন। ব্যক্তিগত ভোক্তা ব্যয় (পিসিই) খুবই গুরুত্বপূর্ণ হবে। যদি মূল্যস্ফীতি নিম্নমুখী হয়, তাহলে ডলারের মূল্যমান আরও কমবে। এতে স্বর্ণের দর আরও বাড়বে।

মূলত সুদের হার বেড়ে গেলে বুলিয়ন মার্কেটে নেতিবাচক প্রভাব পড়ে। এতে ডলারের দাম বৃদ্ধি পায়। আর স্বর্ণের দাম কমে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here