জানুয়ারির শুরুতে র‌সিক নির্বাচন : ইসি আলমগীর

0
194

খবর ৭১: চল‌তি বছ‌রের ডিসেম্বরের শেষ সপ্তা‌হে অথবা আগামী বছ‌রের জানুয়ারির শুরু‌তে রংপুর সি‌টি কর‌পো‌রেশন (রসিক) নির্বাচন অনুষ্ঠিত হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন নির্বাচন ক‌মিশনার মো. আলমগীর।

রোববার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁও‌য়ে নির্বাচন ভব‌নে নিজ দপ্ত‌রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তি‌নি।

ইসি আলমগীর জানান, রংপুরের নির্বাচ‌নের বিষ‌য়ে এখনও আনুষ্ঠানিক কো‌নো সিদ্ধান্ত হয়‌নি। ত‌বে আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দি‌কে এ নির্বাচন অনুষ্ঠা‌নের প‌রিকল্পনা র‌য়ে‌ছে। নির্বাচ‌নের বিষ‌য়ে চূড়ান্ত সিদ্ধান্ত ক‌মিশন বৈঠ‌কে হ‌বে।

এ নির্বাচন ক‌মিশনার আরও জানান, নভেম্বরের প্রথম সপ্তা‌হেই তফ‌সিল ঘোষণা হ‌বে। আর অন্যান্য নির্বাচ‌নের ম‌তো র‌সিকেও সি‌সি ক্যামেরা ব্যবহার করা হ‌বে কিনা সে ব্যাপা‌রে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হ‌বে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আস‌নের উপ-নির্বাচ‌নে সি‌সি ক্যামেরায় অনিয়ম দে‌খে ভোট বন্ধ ঘোষণা ক‌রে ইসি। এ নির্বাচ‌নের বিষ‌য়ে সিদ্ধান্ত আট‌কে আছে তদন্ত ক‌মি‌টির প্রতি‌বেদ‌নে।

ক‌মি‌টি প্রতি‌বেদন জমা দি‌লেও এখনও এ বিষ‌য়ে কিছু জা‌নেন না ব‌লে দাবি ক‌রে‌ছেন ইসি আলমগীর।

তি‌নি ব‌লেন, গত বৃহস্প‌তিবার রি‌পোর্ট জমা দি‌লেও এখনও সেটা নি‌য়ে বসা হয়‌নি। তাই গাইবান্ধার ভোট নি‌য়ে পরবর্তী‌তে কী হ‌বে এখনই মন্তব্য কর‌ছি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here