গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের মাননীয় বানিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি বলেছেন, ‘তিস্তা পাড়ের মানুষের উন্নয়নের প্রথম ধাপ হচ্ছে আলীবাবা থিম পার্ক। তিস্তা নদীর ধারে নৈসর্গিক মনোরম পরিবেশ অবস্থিত আলীবাবা থিম পার্ক ইতোমধ্যেই উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।’
শনিবার (২২ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের তিস্তা নদীর তীরে অবস্থিত আলীবাবা থিম পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশি।
এসময় বানিজ্য মন্ত্রী টিপু মুনশি আরও বলেন, ‘আলীবাবা থিম পার্ক এক সময় এ অঞ্চল তথা রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর একমাত্র সুস্থ বিনোদনের কেন্দ্র হবে। পার্কটিকে কেন্দ্র করে দুর্গম তিস্তার চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য গাইবান্ধা এবং রংপুর হতে পাকা সড়ক নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলবো।’
এসময় রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, আলীবাবা থিম পার্কের ম্যানেজার তাওহিদুল ইসলাম তৌহিদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রী পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন।
এর আগে, আলীবাবা থিম পার্কের চেয়ারম্যান আলহাজ্ব ইয়ার আলীর পক্ষ থেকে বানিজ্য মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়৷