শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোলে বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখকে ক্রেস্ট দিয়ে সম্বর্ধনা দিয়েছেন বোফা। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীদ্বয়ের উপস্থিতিতে বিসিএসআইআর এবং সিএসআইআর এর মধ্যে চুক্তি স্বাক্ষরের জন্য তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সম্বর্ধনা জানালেন বেনাপোল ওল্ড ফ্রেন্ড এসোসিয়েশনের বন্ধুরা। ড. আফতাব আলী শেখ বেনাপোলের কৃতি সন্তান ও বোফা’র উপদেষ্টা বন্ধু। তিনি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন।
শুক্রবার বেলা ১১টার সময় বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন ভবনে অনুষ্ঠিত এক আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ওল্ড ফ্রেন্ড এসোসিয়েশন (বোফা)-৮৪-৮৮’র এ সংবর্ধণা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
বেনাপোল ওল্ড ফ্রেন্ড এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্বর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোফার সদস্য আলমগীর হোসেন, সাইদুল ইসলাম, গোলাম মোস্তফা, গাউস, আকবার আলী, রবিউল ইসলাম রবি প্রমুখ।