নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে সদস্য নির্বাচিত হলেন লিটন

0
146

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে (সৈয়দপুর উপজেলা) সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান লিটন। তিনি তালা প্রতীকে ২৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বদ্বী মো. আনোয়ার হোসেন প্রামানিক টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৫ ভোট। এছাড়াও অপর দুই সাধারণ সদস্য প্রতিদ্বদ্ব দুই প্রার্থী ফয়েজ আহমেদ হাতি প্রতীকে ২১ ভোট এবং মো. নুরুল আমিন প্রামানিক অটোরিকশা প্রতিকে ১৪ ভোট পান।

আজ সোমবার (১৭ অক্টোবর) সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নীলফামারী জেলা পরিষদ নির্বাচনের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের ভোট গ্রহন করা হয়। অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভোট গ্রহণ সম্পন্ন হয়। এ ভোট চলে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত। নির্বাচনে সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার মোট ভোটার সংখ্যা ছিল ৮৯ জন। এ নির্বাচনে সৈয়দপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আব্দুল লতিফ প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here