শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৩ সাজাপ্রাপ্তসহ ১৩ গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আটক হয়েছে। শনিবার সকালে তাদেরকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, শুক্রবার রাতে অত্র থানা এলাকার বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৩ সাজাপ্রাপ্তসহ ১৩ গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শনিবার সকালে পুলিশ প্রহরায় বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত সাজাপ্রাপ্ত আসামীরা হলো- বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের মৃত বেলাল হোসেন সরদারের ছেলে মঈন উদ্দিন সরদার ওরফে মহি আহম্মেদ, ভবেরবেড় গ্রামের মৃত মধু শেখের স্ত্রী আঞ্জু বেগম ও কাগজপুকুর গ্রামের আব্দুল মাজেদের মেয়ে নাহার বেগম।
গ্রেফতারী পরোয়ানাভুক্ত অন্যান্য আসামীরা হলো, ভবেরবেড় গ্রামের মৃত কালামের ছেলে মুকুল হোসেন, হোসেন, গাতিপাড়া গ্রামের কাজলের ছেলে কুদ্দুস, রাজাপুর গ্রামের রহিম গাজীর ছেলে আলামিন, বালুন্ডা গ্রামের হারুনের ছেলে রানা, পোড়াবাড়ী নারায়নপুরের খোরশেদ আলমের ছেলে আলমগীর হোসেন, গাতিপাড়া গ্রামের মৃত দুদে ফকিরের ছেলে শাহজাহান আলী, ভবেরবেড় গ্রামের মৃত আবু তাহেরের ছেলে টুটুল শেখ, বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আশিক রানা, রাজাপুর গ্রামের শওকাত আলীর ছেলে শফিকুল ইসলাম ও পুটখালী গ্রামেরআব্দুল মজিদের ছেলে শাহিন।
এরা দীর্ঘদিন পুলিশের চোখ আড়াল করে পালিয়ে বেড়াতো বলে জানিয়েছেন ওসি কামাল হোসেন ভুঁইয়া।