ঢাবি সিনেট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

0
1402

খবর ৭১: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৩৫জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বেলা ১টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।

এতে আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের নীল দল ৩৪ সদস্যের প্যানেল নিয়ে এবং বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা দল ৩৫ জনের পূর্ণ প্যানেলে নির্বাচন করছেন।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ৩টি প্যানেল জমা পড়েছিল। এর মধ্যে সরকার সমর্থক নীল দলের দুটি প্যানেলের একটি বাতিল করেন নির্বাচন কমিশনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here