খবর৭১ঃ সন্তানের খবর প্রকাশের পর একসঙ্গে শুটিংয়ে ফিরছেন শাকিব খান ও বুবলী। শনিবার থেকে তারা ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক তপু খান।
তপু খান বলেন, আমাদের সিনেমার শুধু একটি গানের শুটিং বাকি আছে। প্রস্তুতি সব শেষ হয়েছে। শনিবার থেকেই তারা শুটিং করবেন।
দেলোয়ার হোসেন দিলের গল্পে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান।
পরিচালক তপু খান বলেন, ২০২১ সালের ২৫ মে শুরু হয়েছিল লিডার-আমিই বাংলাদেশ সিনেমার শুটিং। শুধু একটি গান বাদে সাড়ে তিন মাসেই সিনেমাটির শুটিং শেষ হয়ে গিয়েছিল। গানটি শেষ করেই মুক্তির প্রস্তুতি নেওয়া হবে।
এদিকে শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের দ্বিতীয় সন্তানকে পরিচয় করিয়ে দেন শাকিব খান। সেই সঙ্গে দ্বিতীয় স্ত্রীর পরিচয়ও প্রকাশ্যে আনেন তিনি। এর কয়েক মিনিট আগেই বুবলী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একই ধরনের স্ট্যাটাস দিয়ে শাকিবকে বিয়ের কথা জানান।