খবর৭১ঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে পুরোপুরি জ্বলে উঠতে না পারলেও তৃতীয় ম্যাচে সাকিব আল হাসানের নৈপূণ্যে জয় পেল গায়ানা। শুধু ব্যাটিং নয়, বোলিং-ফিল্ডিংয়ে সমান অবদান রেখে দলকে এনে দিলেন দারুণ এক জয়।
বাংলাদেশ সময় রোববার ভোরে শুরু হওয়া ম্যাচটিতে প্রথম ব্যাট হাতে করেন ২৫ বলে ৩৫ রান, বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। ফিল্ডিংয়ে সরাসরি থ্রোতে স্ট্যাম্প ভেঙে একটি রানআউটও করেছেন সাকিব।
এ ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৩৭ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। প্রথম ৬ ম্যাচে মাত্র এক জয় পাওয়া গায়ানা, সাকিব যোগ দেওয়ার পর তিন ম্যাচের সবকয়টিই জিতেছে দিলটি।
এই জয়ের সুবাদে ৯ ম্যাচে ৪ জয় ও পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টের সুবাদে মোট ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে গায়ানা। একইসঙ্গে প্লে-অফের টিকিটও নিশ্চিত হয়ে গেছে তাদের। বিদায় নিয়েছে ত্রিনবাগো।