সৈয়দপুরে যুবদলের সমাবেশে বক্তারা গুম,খুন হামলা মামলা করে শেষ রক্ষা হবেনা

0
167

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর:
মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনের হত্যার প্রতিবাদে পুলিশী বাধায় মিছিল করতে না পারলেও সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতৃবৃন্দসহ অন্যান্য বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেছেন, আপনারা গণতান্ত্রিক আন্দোলন দমাতে বিএনপি নেতাকর্মীদের উপর যতই হামলা মামলা চালাবেন আন্দোলন ততই বেগবান হবে। গুম,খুন, হামলা মামলা চালিয়ে শেষ রক্ষা হবেনা আপনাদের। এখনও সময় আছে জনগনের দাবি মেনে নিয়ে তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।

মুন্সীগঞ্জে বিএনপির কর্মসূচিতে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনকে হত্যার প্রতিবাদে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আয়োজনে আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা ওইসব কথা বলেন।

সৈয়দপুর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সৈয়দ নাদিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির জেলা বিএনপির সদস্য সচিব ও পৌর কাউন্সিলর মো. শাহীন আকতার শাহীন,সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. ওবায়দুর রহমান, যুগ্ম আহবায়ক শামসুল আলম ও শফিকুল ইসলাম জনি, পৌর বিএনপির আহবায়ক শেখ বাবলু, বিএনপি নেতা ওসমমান গনি, আবু সরকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর তারিক আজিজ, পৌর যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি নিয়াজ আহমেদ বাবলু, সহ সভাপতি শাকিল আহমেদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এম এ পারভেজ লিটন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জ্বালানী তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষ দিশেহারা। এ অবস্থায় বিএনপি দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও বিনা উস্কানিতে বিএনপির কর্মসূচিতে গুলি, হামলা চালানো হচ্ছে। এদিকে সমাবেশ শুরুর আগেই বিকেল থেকে দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ সেখানে অবস্থান নেয়। পরে দলীয় কার্যালয় থেকে যুবদলসহ বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ সেখানে বাধা দেয়। পুলিশী বাধায় বিক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা সেখানেই বিক্ষোভ সমাবেশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here