কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণ, নিহত ৪

0
213

খবর৭১ঃ

আফগানিস্তানের রাজধানী কাবুলে জুমার নামাজের পর এক মসজিদের কাছে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবার পাওয়া গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। খবর এপির।

তোলো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে- ওয়াজির মোহাম্মদ আকবর খান মসজিদের কাছে এ বিস্ফোরণ ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকুর জানিয়েছেন, মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হয়ে আসছিলেন তখন এ বিস্ফোরণ ঘটে। হতাহতদের সবাই বেসামরিক লোক বলে জানান তিনি।

ঘটনাস্থলে দেশটির নিরাপত্তা বাহিনী পৌঁছেছে এবং অঞ্চলটি ঘিরে রেখেছে। প্রতক্ষ্যদর্শীরা তোলো নিউজকে বলেন, ম্যাগনেটিক বোমা দিয়ে এ বিস্ফোরণ হয়েছে। ইমার্জেন্সি এনজিও টুইটে বলেছে, আজকের বিস্ফোরণে এখন পর্যন্ত ১৪ জন হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ইতোমধ্যে চারজন নিহত হয়েছেন। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here