সৈয়দপুরে রোটারী ক্লাবের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

0
165

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর :
আজ বৃহস্পতিবার সৈয়দপুরে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শহরের নতুন বাবুপাড়ার পৌরসভা সড়কের রোটারী চক্ষু হাসপাতালে ওই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব অব সৈয়দপুর ও রোটারী ক্লাব অব ঢাকা মেট্টোপলিটনের যৌথ আয়োজনে ওই চক্ষু শিবিরের উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী’র অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজহারুল ইসলাম। অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।
রোটারী ক্লাব অব সৈয়দপুর’র সভাপতি রোটারিয়ান ডা. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান মো. এমদাদুল হক।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সৈয়দপুর’র চার্টার প্রেসিডেন্ট ও সম্পাদক রোটারিয়ান প্রফেসর আলহাজ্ব ডা. মো. শরীফুল আলম চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. ইমতিয়াজ, রোটারী ক্লাব অব সৈয়দপুর’র প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটা. আলহাজ্ব মো. সালাহ্উদ্দিন, রোটা. আলহাজ্ব মো. মাহবুব আলম, রোটা. মমতাজ মিন্টু, রোটা. মোবাশ্বের প্রিন্স, রোটা. মো. আসলাম পারভেজ, রোটা. জাহানারা বেগম, রোটা. কহিনুর সিদ্দিকাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আতিকুজ্জামান বকুলের নেতৃত্বে পাঁচ সদস্যের চিকিৎসক দল চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেন। শিবিরে আসা সাড়ে ৪০০ ’ রোগীর চোখের পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এছাড়াও চক্ষু শিবিরে ১০৪ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। বাছাইকৃত এ সব রোগীদের রোটারী ক্লাব অব সৈয়দপুরের সহযোগিতায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here