সৈয়দপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

0
177

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
নীলফামারীর সৈয়দপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ- ২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ওই বীজ ও সার প্রদান করা হয়েছে।
উপজেলার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করেন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।
সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মমতা সাহা’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহ্উদ্দিন।
অনুষ্ঠানের উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল-মিজানুর রহমান ও সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার উত্তম কুমার রায়, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনীল কুমার দাস, কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার মোট ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে ওই বীজ ও সার বিতরণ করা হয়। এদের মধ্যে সৈয়দপুর পৌরসভা ও উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে পাঁচজন করে এবং উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর ও বোতলাগাড়ী ইউনিয়নের ১০ জন করে কৃষক কৃষাণী রয়েছে। উল্লিখিত সংখ্যক কৃষক-কৃষাণীর প্রত্যেককে এক বিঘা জমির জন্য পাঁচ কেজি করে মাসকলাইয়ের বীজ এবং ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here