সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা দিল শিক্ষকরা

0
216

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীনকে বিদায় সংবর্ধনা প্রদান করেছেন সৈয়দপুর উপজেলার শিক্ষকরা। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসমতিয়া দাখিল মাদ্রাসায় ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।
সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আহম্মেদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিদায়ী অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো. রাজিব উদ্দিন বাবু, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ছমির উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র দাস, তুলশীরাম সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ারুল হাফিজ,
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মুহাম্মদ মোহায়মিনুল কবীর, আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আফজাল -বিন নাজির, হাজারীহাট মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা মো. একরামুল হক প্রমুখ।আসমতিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আনোয়ারুল ইসলাম শাহ’র সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে উপজেলার সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল সংযুক্ত উচ্চ মাধ্যমিক কলেজ ও মাদ্রাসার প্রধানরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য , সম্প্রতি নীলফামারীর সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীনকে সৈয়দপুর উপজেলা থেকে রংপুরের তারাগঞ্জ উপজেলায় বদলী করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here