বলিউডে প্রথমবার দেখা দিলেন রাশমিকা

0
172

খবর৭১ঃ দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা বর্তমান সময়ের ক্রাস। এবার অভিষেক করলেন বলিউডে। তাও আবার বিগ বি’র সঙ্গে। পর্দায় অমিতাভ বচ্চনের মেয়ে হিসেবেই দেখা যাবে তাকে।

মঙ্গলবার প্রকাশ্যে এলো সেই সিনেমার ট্রেইলার। সিনেমার নাম ‘গুডবাই’।

একতা কাপুরের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন এল বিকাশ বহেল। এতে অমিতাভ বচ্চনের স্ত্রীর ভূমিকা দেখা যাবে নীনা গুপ্তকে। ট্রেইলার দেখে বোঝা যাচ্ছে নীনার চরিত্রের মৃত্যু হয়। তার শেষকৃত্যকে কেন্দ্র করে যাবতীয় সব ঘটনার সূত্রপাত। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, তিক্ততা সবই ফুটিয়ে তোলা হয়েছে।

গত বছরের ২ এপ্রিল শুটিং শুরু হয় সিনেমাটির। এই বছরের জুনে সব কাজ শেষ হয়। তার পর পোস্ট প্রোডাকশনের কাজ। আর কিছুদিন আগে করোনামুক্ত হয়েছেন বিগ-বি। ট্রেইলার প্রকাশের অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দেন তিনি। অনুষ্ঠানে একতা কাপুর জানান, ছোটবেলা থেকেই অমিতাভের ভক্ত তিনি। সেই থেকে তার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। আর কারও সঙ্গে কাজের ইচ্ছা নেই তার। এমনকি বলিউডের তিন খানের সঙ্গেও না।

প্রসঙ্গত, ‘গুডবাই’ সিনেমায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অমিতাভ বচ্চন, নীনা গুপ্ত, সুনীল গ্রোভার, পাভেল গুলাটি, আশিস বিদ্যার্থী, এলি আব্রাহাম, সাহিল মেহতা, শিবিন নারাঙ্গ, অভিষেক খান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here