মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মোঃ খলিল মিয়া (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বাড়ীর সামনের হাওরে মাছ ধরার সময় তিনি মারা যান। খলিল মিয়া দীর্ঘ দিন যাবৎ মৃগী রোগে ভুগছিলেন। কৃষক খলিল
মিয়া বাঘমারা গ্রামের মৃত তৈয়ব আলী মাস্টারের ছেলে।
মৃত খলিল মিয়া বড় ভাই হাসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক জানান, খলিল প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে বাড়ীর সামনের হাওরে জাল (টেলা জাল) দিয়ে মাছ ধরতে যায়। হঠাৎ তার মৃগী রোগ দেখা দিলে পানিতে ডুবে যায়। মাছ ধরার জালটি ভেসে উঠলে জালের কাছে কাউকে দেখতে না পেয়ে লোকজন খোঁজাখুজি করে পাশের জমিতে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে স্থানীয় পল্লী চিকিৎসক এর নিকট নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, পানিতে ডুবে খলিল নামে একজন কৃষক মারা গেছেন। ঘটনাস্থলে
পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।