শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: বেনাপোলে পুলিশের অভিযানে ফেন্সিডিল উদ্ধারসহ ১৪ জন আসামী আটক হয়েছে। রবিবার রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশের এ আটক অভিযান পরিচালনার সময় ১৩ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আটক হয়। পরে, ভোরের দিকে পৌর এলাকার ছোটআঁচড়া ওয়ার্ডে সোহাগ স্টোরের সামনে থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ আটক করেন শরিফুল ইসলাম(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে।
আটককৃত ১৪ জন আসামীকে সোমবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) কামাল হোসেন ভুঁইয়া।
তিনি জানান, দীর্ঘদিন যাবত মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীরা পলাতক থেকে হঠাৎ নিজ এলাকায় ফিরে বাড়ির সাথে সম্পর্ক রেখে চলছিলো। যা পুলিশের নজরদারির একপর্যায়ে রবিবার রাতে থানা এলাকার বিভিন্ন গ্রামে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১৩ জন আসামীকে আটক করতে সক্ষম হয়েছি। এছাড়া, উক্ত অভিযান পরিচালনার সময়ে ছোটআঁচড়া এলাকা হতে ২৫ বোতল ফেন্সিডিলসহ শরিফুল ইসলাম নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করি। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
ফেন্সিডিলসহ আটককৃত শরিফুল ইসলাম বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং ওয়ারেন্টভুক্ত আটককৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামের ইউনুচ আলীর ছেলে আনোয়ার হোসেন ওরফে আনার, দক্ষিন বারপোতা গ্রামের মুন্তাজ আলী মোড়লের ছেলে রিয়াজুল ইসলাম, মৃত জাহান আলীর ছেলে ওহিদুজ্জামান, ভবেরবেড় গ্রামের সোহেল রানার স্ত্রী অনন্যা, বারপোতা গ্রামের নওশের হোসেনের ছেলে নেওয়াজ শরীফ, দিঘীরপাড় গ্রামের আজগর সরদারের ছেলে জসিম সরদার, একই গ্রামের মৃত আবদার সরদারের ছেলে আজগার সরদার, ভবেরবেড় গ্রামের লিয়াকত হোসেনের স্ত্রী রোমেছা পারভীন, শিকড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে মিকাইল হোসেন, মহিষাডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে নুরুজ্জামান, আমড়াখালী গ্রামের আজগর আলীর ছেলে মোস্তাক হোসেন, মুন্তাজ আলীর ছেলে শফি মেম্বার ও হবিবার রহমানের ছেলে আলামিন হোসেন।