মিজানুর রহমান মিলন, সৈয়দপুর: গত বৃহস্পতিবার নারায়নগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসুচিতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন প্রধানের গায়েবানা জানাযার নামাজ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের দলীয় কার্যালয়ের ওই জানাজার নামজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে পুলিশের কঠোর অবস্থানের কারণে ওই জানাযার নামাজ দলীয় কার্যালয়ের অভ্যন্তরে অনুষ্ঠিত হয়।
বিএনপি সুত্র জানায়, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে যুবদল নেতা শাওন প্রধানের গায়েবানা জানাজায় অংশ নিতে দলের সর্বস্তরের নেতা কর্মীরা আজ জুম্মার নামাজ পড়ে দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। কিন্তু তার আগেই সৈয়দপুর থানা পুলিশের অসংখ্য সদস্য দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তারপরেও দলের নেতাকর্মীরা গায়েবানা জানাযার প্রস্তুতি নিলে পুলিশের বাধায় বিশৃঙ্খলা এড়াতে দলীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাযা না করে দলীয় কার্যালয়ের অভ্যন্তরে জানাযায় অংশ নেন দলের নেতাকর্মীরা। জানাযার নামাজ পড়ান জেলা ওলামা দলের আহবায়ক ক্বারী হাফেজ মাওলানা কাজী সাইদুল ইসলাম। এতে অংশ নেন সৈয়দপুর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সদস্য সচিব শাহিন আকতার, যুগ্ন আহবায়ক প্রভাষক শওকত হায়াত শাহ, বিএনপি নেতা মনোয়ার হোসেন, শেখ বাবলু, এরশাদ হোসেন পাপ্পু , হায়াত আলী জাফরী, ছাত্রদল নেতা রিজয়ান আকতার পাপ্পু, ইঞ্জিনিয়ার আরমান হোসেন, মুহিত চৌধুরী, যুবদল নেতা আনোয়ার হোসেন প্রাং, নাদীম রেজা, কৃষকদল নেতা মাজহারুল ইসলাম বসুনিয়াসহ বিএনপি’র সকলস্তরের নেতাকর্মী ছাড়াও যুবদল, ছাত্রদল, কৃষকদল, মৎস্যজীবী দল, তাতীদল, সেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মীরা। জানাযার নামাজ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের সকল নেতাকর্মীদের সুস্থতা এবং গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদ সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা করে