ওষুধের দোকান ২৪ ঘণ্টাই খোলা থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

0
213
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, আমরা ইউরোপ আমেরিকা হতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী

খবর ৭১: ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, রাত ১২টার পর ফার্মেসি বন্ধ রাখার কোনো নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যশিক্ষা নিয়ে অনুষ্ঠিত এক সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ফার্মেসি বন্ধ রাখার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।তা ২৪ ঘণ্টাই খোলা থাকা প্রয়োজন। ওষুধের দোকান বন্ধ থাকবে না, এটা খোলা থাকবে। সিটি করপোরেশন যদি এমন কিছু বলে থাকে তা আলোচনা করেই সুরাহা করতে হবে।
এর আগে গত ২২ আগস্ট প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন এলাকায় কোন প্রতিষ্ঠান কখন খোলা থাকবে তা জানানো হয়। তাতে সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টার মধ্যে বন্ধ করার কথা বলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here