খবর ৭১: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংশোধিত মাস্টারপ্ল্যান ড্যাপের গেজেট প্রকাশ করেছে সরকার। ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকার জন্য প্রণীত মাস্টারপ্ল্যান ২০৩৫ সাল পর্যন্ত মেয়াদ থাকবে।
মঙ্গলবার এই গেজেট প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে ২০১০ সালে পাশ হওয়া ড্যাপ কার্যকারিতা হারাল।
টাউন ইমেভমেন্ট অ্যাক্ট ১৯৫৩ এর ধারা ৭৪ এর উপধারা-১ এর বিধান অনুযায়ী সরকার এই মাস্টারপ্ল্যানের গেজেট প্রকাশ করা হয়েছে। ২০১৬ সালে সংশোধিত ড্যাপ প্রণয়ন কাজ শুরু করে রাজউক।
জানা গেছে, এর আগে একই আইনের ৭৩ ধারার প্রদত্ত ক্ষমতাবলে ২০২০ সালের ২ সেপ্টেম্বর ড্যাপের আপত্তি বা সুপারিশ দিতে সর্বসাধারণের কাছে আহ্বান জানানো হয়। সেসব মতামত ও সুপারিশ আমলে নিয়ে ড্যাপ গেজেটভুক্ত করা হয়েছে। রাজউকের এই মাস্টারপ্ল্যান প্রথম ও দ্বিতীয় খণ্ড পৃথকভাবে প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, সংশোধিত ড্যাপ গেজেটভুক্ত হওয়ায় ২০১০ সালের ২২ জুন জারিকৃত রাজউকের মাস্টারপ্ল্যানের প্রজ্ঞাপন রহিত করা হয়েছে। তবে ওই মাস্টারপ্ল্যানের অধীনে বাস্তবায়িত কাজ বা গৃহীত সিদ্ধান্ত বৈধ বলে বিবেচিত হবে। রাজউকের তত্ত্বাবধানে বাস্তবায়িত ওই মাস্টারপ্ল্যানের এখতিয়ারাধীন এলাকাও ছিল ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার।