বঙ্গোপসাগরে পাঁচ ট্রলারডুবি, নিখোঁজ ১৬ জেলে

0
237

খবর৭১ঃ পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে পাঁচটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। শুক্রবার কুয়াকাটা-আলীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা এ তথ্য জানান।

নিখোঁজ ট্রলারগুলোর মধ্যে রয়েছে- এফ বি মামনি-৩, এফবি সাইফুল, এফ বি আল মামুন ও এফ বি কুলসুম।

আনছার উদ্দিন বলেন, ‘শুক্রবার সকালে ঝড়ের কবলে পড়ে দুটি ও বিকেলে ঝড়ের কবলে পড়ে আরো তিনটি মাছধরা ট্রলার পায়রা বন্দরের শেষ বয়া থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে ১৬ জন জেলে ছিলেন।’

কোস্টাগার্ডের নিজামপুর স্টেশন কমান্ডার সেলিম মণ্ডল বলেন, ‘১৬ জেলে নিখোঁজের তথ্য শুনেছি। সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযানে নামতে পারছি না।’

আবহাওয়া আফিস সূত্রে জানা গেছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে নিন্মচাপে পরিণত হয়েছে। তাই পায়রাসহ চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় সকল মাছধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here