খবর ৭১: নিয়মিত যত্নের অভাবে ত্বক প্রাণহীন দেখাচ্ছে? কেমিক্যালহীন উপায়েই ফেরাতে পারেন ত্বকের উজ্জ্বলতা। পাকা পেঁপের কয়েকটি ফেস প্যাক ত্বকে নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে প্রাণবন্ত। এছাড়া ত্বকের তারুণ্য ধরে রাখতেও এসব প্যাকের জুড়ি নেই।
আধা কাপ পাকা পেঁপে চটকে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
আধা কাপ পাকা পেঁপের সঙ্গে আধা চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
১ টেবিল চামচ মধু, ১টি ডিমের সাদা অংশ ও আধা কাপ পাকা পেঁপে একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে টেনে উঠিয়ে ফেলুন।
২ টেবিল চামচ তরল দুধ, আধা কাপ পাকা পেঁপে ও ১ চা চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। ত্বকের অতিরিক্ত তেল দূর হবে।
আধা কাপ কলা, পাকা পেঁপে ও শসা একসঙ্গে ব্লেন্ড করে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
একটি টমেটো ও আধা কাপ পাকা পেঁপে একসঙ্গে ব্লেন্ড করে ত্বকে লাগান। ত্বক থাকবে টানটান।