কোন এলাকায় কোন দিন শিল্পকারখানা বন্ধ, তালিকা প্রকাশ

0
225

খবর৭১ঃ লোডশেডিং কমাতে সপ্তাহে এক দিন এলাকাভিত্তিক শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার। দেশের কোন এলাকায় কোন দিন শিল্পকারখানা বন্ধ থাকবে- তার তালিকাও প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাধারণ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘দেশের শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার লক্ষ্যে ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি পুনর্বিন্যাস (holiday staggering) করার নিমিত্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১১-০৮-২০২২ তারিখের ৪০.০০.০০০০.০৪২.০৮.০০১.২১-১৬৭ নং পত্রের মর্মানুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪(২) ধারার ক্ষমতাবলে নিম্নলিখিত এলাকায় অবস্থিত শিল্প প্রতিষ্ঠানের জন্য ২নং কলামে বর্ণিত বারে জনস্বার্থে সাপ্তাহিক বন্ধের দিন ধার্য করা হলাে।’

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here