স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বঙ্গবন্ধু’র জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপিত

0
326

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : শার্শায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে শার্শা বাজার এলাকায় দিবসটি উপলক্ষে বিশাল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিকুল ইসলাম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
শার্শা বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে শহিদ শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, ১৯৪৯ সালের ৫ আগষ্ট তৎকালিন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বহুমাত্রিক সৃষ্টিশীল প্রতিভার অধিকারী শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে তিনি জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে এদেশের ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হামলার শিকার হয়ে নৃশংস হত্যাকান্ডের শিকার হন।

উক্ত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক ওয়াহিদুল ইসলাম পটু, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান কাকন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শ্রমীকলীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোরাদ হোসেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here