মদনে শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত

0
253

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।

আজ (৫ আগস্ট) শুক্রবার সকাল ৯টায় মদন উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউএনও এ কে এম লুৎফর রহমান, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছসহ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, মদন পৌরসভা, মদন থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান।

পরে মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেয়র সাইফুল ইসলাম সাইফ, আ.লীগ সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও অন্যান্যরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাতে কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here