হাবিবুর রহমান নাসির ছাতকঃ সর্বকালের ভয়ংকর প্রলয়ংকরি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নিঃস্ব অসহায় মানুষের মাঝে বুরাইয়া ছিচরাওলী নিলাম বাড়ির প্রবাসীদের উদ্যোগে অসহায় ২৫০ জন পরিবারের মাঝে দুই হাজার করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে ছাতকের দোলার বাজার ইউনিয়নের বুরাইয়া ছিচরাওলী গ্রামের নিলাম বাড়িতে বিভিন্ন গ্রামে অসহায় মানুষের মাঝে এ অর্থ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, দোলার বাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম, বুরাইয়া কামিল মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম,ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী দোলার বাজার ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের সদস্য শামছুল ইসলাম রহমত স্থানীয়, দুলু মিয়া আখলু মিয়া আনোয়ার হোসেন ময়না রাসেল আহমদ হাফিজ মিরসাদ বিলাল আহমদ জুয়েল আহমদ সুমন আহমদ মহসিন আহমদ প্রমুখ।উপজেলার দোলার বাজার ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ ও দূর্গত আড়াইতাধিক পরিবারের মাঝে ঘর মেরামত ও সংস্কার কাজের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।