মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে মুরগীর খামার পরিস্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইলিয়াছ মিয়া (২৯) নামের এক যুবকের প্রাণ হারালো।
সোামবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ইউনূস মিয়ার ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, বিদ্যুতায়িত হয়ে ইলিয়াছ মিয়া নামে এক যুবক মারা গেছে। সংবাদ শুনে আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ইলিয়াছ দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে মুরগীর খামার করে জীবিকা নির্বাহ করে আসছে। সোমবার দুপুরে ওই খামারের ভেতর পরিষ্কার পরিছন্নতার কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয় সে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন হাসাপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।