ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপ

0
286

খবর৭১ঃ ইউরোপের কয়েকটি দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ফ্রান্স, স্পেন ও পর্তুগালে শুক্রবার হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দুটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক হাজারের বেশি দমকল কর্মী।

পর্তুগালে তাপদাহ কিছুটা কমলেও কয়েকটি স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াচ্ছে। ৫ জেলায় চরম আবহাওয়া জনিত রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, পর্তুগালের হাজার হাজার অগ্নিনির্বাপক বাহিনী সারাদেশে দাবানলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে যা কয়েক ডজন লোককে তাদের বাড়ি থেকে সরিয়ে নিতে বাধ্য করেছে

স্পেনের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১৭টি দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করছে। তবে এই তাপপ্রবাহ মানুষের স্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থার ওপর যে প্রভাব ফেলবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

শুক্রবার বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বলেছে, তাপপ্রবাহে শহর ও নগরগুলোর বাতাসের মান আরো খারাপ হতে পারে।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here