সুন্দরগঞ্জে ৬ মাদক কারবারী গ্রেপ্তার

0
659

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৬ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে থানার এসআই- মামুনুর রশীদ, এসআই- প্রতাপ কুমার সিংহ, এসআই- মোত্তালেব প্রধান, এএসআই- গোলাম মোস্তফা ফোর্স নিয়ে পৃথক অভিযান চালান। এতে গাঁজাসেবী এক ইউপি সদস্যসহ ৬ মাদক কারবারীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটী গ্রামের মেজহার আলীর পুত্র মোস্তাফা মিয়া, এন্তাজ আলীর পুত্র আবু বক্কর সিদ্দিক, লাল মিয়ার পুত্র মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগ, পূর্ব-বাছহাটী গ্রামের মৃত জব্বার আলীর পুত্র রাজু মিয়া, জহির উদ্দীনের পুত্র রয়েচ উদ্দীন ও রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের পুত্র আলী হাসান শাহরিয়ার। এদের মধ্যে মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগ সর্বনন্দ ইউপি সদস্য। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- মুহাম্মদ আতিয়ার রহমান বলেন- গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরিদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক ৩টি মামলা রুজু করা হয়েছে।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here