খবর৭১ঃ পাওনা টাকা না পেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী ব্যবসায়ী গাজী আনিস (৫০) মারা গেছেন।
মঙ্গলবার (৫ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, তার মুখমণ্ডলসহ শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিলো। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গাজী আনিসের বাড়ি কুষ্টিয়া কুমারখালি উপজেলার পান্টি গ্রামে।
জানা গেছে, ওই ব্যবসায়ী হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাবেন। এ নিয়ে গত চার মাস আগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন তিনি। কিন্তু লাভ হয়নি। তাই পাওনা টাকা না পেয়ে সোমবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দেন। সেখান থেকে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।