ইউক্রেন থেকে খাদ্যশস্য বোঝাই করা রুশ কার্গো জাহাজ আটক করল তুরস্ক

0
252

খবর৭১ঃ ইউক্রেন থেকে খাদ্যশস্য বহন করে নিয়ে আসা একটি রুশ কার্গো জাহাজ আটক করেছে তুরস্কের কাস্টমস কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, রাশিয়ার ওই কার্গো জাহাজটির নাম ‘ঝিবেক ঝোলি’। সেটি ইউক্রেনের বেরদিয়ানস্ক বন্দর ছেড়ে এসেছিল। কৃষ্ণসাগরে তুরস্কের কারাসু বন্দরে পৌঁছালে জাহাজটি আটক করা হয়।

তবে জাহাজে থাকা খাদ্যশস্য কোথা থেকে সংগ্রহ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ওই কার্গো জাহাজটির শেষ পরিণতি কী হবে, তা সোমবার তদন্তকারী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে বলে জানিয়েছেন তুরস্কে ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসিল বদনার।

ওই কার্গো জাহাজটি বর্তমানে বন্দরের প্রবেশমুখে অবস্থান করছে বলে যোগ করেন তিনি।

রয়টার্স জানায়, গত শুক্রবার ইউক্রেনের পক্ষ থেকে রুশ কার্গো জাহাজটি আটকের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানানো হয়। কারণ ওই জাহাজটি ইউক্রেন থেকে খাদ্যশস্য পাচার করছিল। জাহাজটিতে সাড়ে পাঁচ হাজার টন খাদ্যশস্য রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here