খবর৭১ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। সোমবার সকাল ৭ টা ৪০ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিস জানায়, ফ্রেশ কোম্পানীর একটি তিন তলা স্টিল ফেব্রিকেটেড ভবনে সকালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি জানা যায়নি।