অসৎ উদ্দেশ্যে পদ্মা সেতুর নাট-বল্টু খোলা হয়েছিল: সিআইডি

0
300

খবর ৭১ঃ অসৎ উদ্দেশ্যে পদ্মা সেতুর নাট-বল্টু খোলা হয়েছিল বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এটা অন্তর্ঘাতমূলক কাজ বলেও মনে করে সংস্থাটি।

পদ্মা সেতুর নাট-বল্টু খোলার অভিযোগে মো. বায়োজিদ তালহা নামের এক যুবককে গ্রেপ্তারের বিষয়ে অবহিত করতে সোমবার দুপুরে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিআইডির সাইবার পুলিশ স্টেশনের বিশেষ সুপার রেজাউল মাসুদ চৌধুরী।

সংবাদ সম্মেলনে বলা হয়, যদিও পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ ছিল, গ্রেপ্তার বায়োজিদ তালহা অসৎ উদ্দেশ্যে পদ্মা সেতুর প্রথম দিনে শিথিলতার সুযোগ দিয়ে নাট-বল্টু খুলে টিকটক অ্যাকাউন্টে দিয়ে ভাইরাল করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে মুহূর্তেই টিকটকসক অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তার বায়েজিদ তালহা তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি এবং হাসাহাসি করছে।’

পদ্মা সেতুর নাট-বল্টু কীভাবে খুলেছেন- এমন প্রশ্নের জবাবে পুলিশের বিশেষ সুপার রেজাউল মাসুদ বলেন, ‘কোনো যন্ত্রাংশ ছাড়া শুধুমাত্র হাত দিয়ে পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সম্ভব নয়। এটি একটি অন্তর্ঘাতমূলক কাজ। পদ্মা সেতুর যারা নাট-বল্টু খুলেছে তাদের আইনের আওতায় আনা হবে।’

গ্রেপ্তার যুবকের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘তালহার রাজনৈতিক পরিচয় থাকতে পারে। কিন্তু আমরা তার অপরাধটাকেই গুরুত্ব সহকারে দেখছি।’

সংবাদ সম্মেলনে রেজাউল মাসুদ চৌধুরী বলেন, ‘ভাইরাল ভিডিওতে দেখা গেছে, পদ্মা সেতুর রেলিংয়ের দুটি নাট খুলে খোলা নাট হাতে নিয়ে তিনি বলেন, ‘এই হলো পদ্মা সেতু আমাদের….. পদ্মা সেতু । দেখো আমাদের হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।’ এ সময় পাশ থেকে আরেক ব্যক্তি বলেন, ‘ভাইরাল কইরা ফালায়েন না।’ ‘টিকটক ভিডিও আপ হওয়ার সঙ্গে সঙ্গেই তা সিআইডির সাইবার পুলিশ মনিটরিং টিমের নজরে আসে। মনিটরিং টিম রবিবার বিকাল পাঁচটার দিকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে। এরপর পুলিশের একজন পরিদর্শক পদ মর্যাদার কর্মকর্তা বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় ওই যুবকের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩)/২৫ ধারায় একটি মামলা করেন। মামলাটির তদন্তও করবেন সিআইডির পরিদর্শক পদ মর্যাদার এক কর্মকর্তা’ বলেন বিশেষ পুলিশ সুপার।

তালহাকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ১০ দিনের রিমান্ড চাইবে বলে জানান এই কর্মকর্তা।

গ্রেপ্তার বায়েজিদ তালহা পটুয়াখালী জেলার সদর থানার তেলিখালী গ্রামের মো. আলাউদ্দিন মৃধার ছেলে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here