ফুটওয়্যার প্রফেশনাল এসোসিয়েশন অব বাংলাদেশ এর পক্ষে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

0
845

খবর ৭১: ফুটওয়্যার প্রফেশনাল এসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি) এর পক্ষ থেকে গত শুক্রবার সিরাজগঞ্জ এর প্রত্যন্ত চর অঞ্চল কাজিপুরের চর হরিনাথ পুর, সদরের চর বেতুয়া, এবং মেছরার চর ত্রাণ বিতরণ করা হয়। প্রায় ৩০০ পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাদমানুল আনোয়ার খান ইভান এবং ঢাকা বিভাগের যুগ্ন সম্পাদক শুভ চোধুরী। প্রায় ২ লাখ টাকা সমমূল্যের ত্রান সামগ্রী চিড়া, গুড়, মোমবাতি, দিয়াশলাই, খাবার স্যালাইন, শুকনো বিস্কিট, এবং জরুরী ওষুধ বন্যা কবলিত মানুষের মাঝে বিতরণ করা হয়। এসব এলাকায় বন্যার পানি নামার পর বিশুদ্ধ খাবার পানি, ওষধ, এবং অন্যান্য খাদ্য সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। যা কিছুটা হলেও লাঘব করেছে ফুটওয়্যার প্রফেশনাল এসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি)। সংগঠনের উপস্থিত সদস্যরা আশা করেন সরকার, সমাজের বিত্তবানরা এবং সাধারন মানুষ সহ সকলেই নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের পাশে দাডাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here